1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
গৌরনদীতে গণশৌচাগারের অভাবে জনদুর্ভোগে টরকী বন্দরবাসী - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০৬:১৭ অপরাহ্ন
সংবাদ শিরনাম :
১০ জুলাই দুপুর ২টায় প্রকাশ হবে এসএসসির ফল বাগেরহাটে ভারি বৃষ্টিতে নিম্নাঞ্চল প্লাবিত, থেমে গেছে বন্দর কার্যক্রম বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের উপকূলে লবণাক্ত জমিতে সৌদি খেজুর চাষে সাফল্য! খুলল সম্ভাবনার দ্বার সুন্দরবনের উপকূলের মোরেলগঞ্জে টানা বৃষ্টিতে ডুবে গেলপৌর শহর পানিবন্দী ২ হাজার পরিবার বাগেরহাটে ‘জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা’ বাস্তবায়নে প্রস্তুতি সভা নড়াইলে প্রশিক্ষণের শুভ উদ্বোধন করলেন এসপি এহসানুল কবীর পটুয়াখালীতে রেকর্ড বৃষ্টি: শহরের অধিকাংশ সড়ক তলিয়ে, জনজীবন বিপর্যস্ত বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের  সাগরে একের পর এক ৩ নম্বর সতর্ক সংকেত, বিপাকে লাখো জেলে ও ট্রলার মালিক মোংলা-ঢাকা আন্তঃনগর ট্রেন চালুর দাবিতে মানববন্ধনও স্মারকলিপি প্রদান ৬০ বছরেও উন্নয়নছোঁয়া লাগেনি: কাঁচা রাস্তার কাদা পথেই হাঁটছে

গৌরনদীতে গণশৌচাগারের অভাবে জনদুর্ভোগে টরকী বন্দরবাসী

  • প্রকাশিত :প্রকাশিত : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ২৩ 0 বার সংবাদি দেখেছে

গৌরনদী প্রতিনিধি // দক্ষিণাঞ্চলের ঐতিহ্যবাহী আদিবন্দর হিসেবে পরিচিত বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দর। বরিশাল জেলা শহর থেকে প্রায় ৪২ কিলোমিটার উত্তরে গৌরনদী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে অবস্থিত এ বন্দর এলাকায় গড়ে উঠেছে প্রায় ৩ হাজার ছোট-বড় দোকান। নদীর পাড় ঘেঁষে গড়ে ওঠা এ বন্দরটিতে সপ্তাহে দুই দিন শুক্রবার ও মঙ্গলবার ওবিভিন্ন স্থানে হাট-বাজার বসে। এছাড়া প্রতিদিন বাজার কাজ করতে প্রায় ২০ হাজার লোক জন আসা যাওয়া করে। এ ছাড়াও, এ বন্দরে রয়েছে অন্তত ১৫টি ব্যাংকের শাখা, নানা ধরনের পাইকারি ও খুচরা দোকানপাট। কিন্তু এত বড় জনসমাগমের একটি গুরুত্বপূর্ণ সমস্যার নাম গণশৌচাগার সংকট। বন্দরে পর্যাপ্ত গণশৌচাগার না থাকায় নারী, বয়স্ক ও শিশুদের পড়তে হয় চরম দুর্ভোগে। এমনটাই জানান তরুন ছাত্র নেতা মো. নুরুদ্দিন বুদ্ধি। শ্যামলী গাড়ির কাউন্টার ইনচার্জ মো. নয়ন সরদার বলেন ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে টরকী বাসস্ট্যান্ডে দূরপাল্লার ১৫-২০ টি যাত্রীবাহী বাসের কাউন্টার রয়েছে। যাত্রীরাও এই একই সমস্যায় পড়ছেন। স্ট্যান্ডের উত্তর পাশে একটি গণশৌচাগার থাকলেও তা প্রায় ৫ বছর ধরে ব্যবহার অনুপযোগী অবস্থায় পড়ে আছে। বিএমএফ গাড়ির কাউন্টারের পরিচালক বিন লাদেন বলেন এখানে একটি বভির নলকূপ হলে আমাদরে ভালো হয়। এছাড়া যাত্রীদের অভিযোগ গণশৌচাগার না থাকায় খুবই সমস্যা হয়। টরকী বন্দর বর্ণিক সমিতির সভাপতি শরীফ শাহাবুব হাসান বলেন টরকী বন্দর লঞ্চঘাটে একটি গণশৌচাগার ছিল, তা ব্যবহারের অনুপযোগী এছাড়া কিন্তু সরকারি খালের মধ্যে অবস্থিত হওয়ায় সেটি উপজেলা প্রশাসন ভেঙে দিয়েছে । এছাড়া টরকী বাসস্ট্যান্ড যে গণশৌচাগার আছে তা এখন ব্যবহার যোগ্যনয়। তাই উপজলো নির্বাহী অফিসারের কাছে আমারা জানিয়েছি যে, আমাদের টরকী বাসস্ট্যান্ড, টরকী বন্দর পুরাতন পুলিশ ক্যাম্প ও টরকী কাটপট্টি এই তিনটি স্তানে গণশৌচাগার প্রয়োজন। ফলে বাজারে আসা হাজারো মানুষ, বিশেষ করে নারীরা, চরম সমস্যার মধ্যে পড়ছেন। টরকী বন্দরের মতো একটি জনবহুল, বাণিজ্যিক গুরুত্বপূর্ণ বন্দরে দ্রুত নতুন গণশৌচাগার নির্মাণ ও পুরনোগুলো সংস্কার না করলে জনদুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা করছে বন্দর ব্যবসায়ীরা। এ বিষয় উপজেলা নির্বাহী অফিসার রিফাত আরা মৌরী বলেন আমি টরকী বন্দরটি ঘুরে দেখেছি। এ বন্দরে গণশৌচাগার দরকার। কিন্তু এ অর্থ বছরে বাজেট না থাকায় এবছর কাজ করা সম্ভব হচ্ছে না। আগামী অর্থ বছরে বাজেট আসলে তখন করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ