গৌরনদী প্রতিনিধি
বরিশালের গৌরনদী উপজেলার পাঁচটি ইউনিয়নের ৫০টি গ্রামে ৫ হাজার গরুর তর্কা, বাদলা ও খুরা রোগ প্রতিরোধে ও ৫ হাজার ছাগলের পিপিআর ভ্যাকসিনেশন কার্যক্রমের উদ্বোধন এবং কৃমিনাশক ট্যাবলেট বিতরণ করা হয়েছে।
উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর ও এসডিএফ এর আয়োজনে মঙ্গলবার সকালে মহিলাড়া গ্রাম সমিতির উদ্যোগে ভ্যাকসিনেশন কার্যক্রমের উদ্বোধন করেন এসডিএফ বরিশাল অঞ্চলের আঞ্চলিক পরিচালক মৃত্যুঞ্জয় সাহা। মহিলাড়া গ্রাম সমিতির সভাপতি বিভা রানীর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.পলাশ সরকার, এসডিএফ জেলা ব্যবস্থাপক মোঃ আজাদুর রহমান সহ অন্যান্যরা। শেষে গরু ও ছাগলকে ভ্যাকসিনেশন প্রদান ও উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর কৃমি নাশক ট্যাবলেট বিতরণ করা হয়।