গৌরনদী প্রতিনিধি // বরিশাল জেলার গৌরনদী থানার আশোকাঠী এলাকা থেকে গাঁজাসহ ১-জনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মরত পুলিশ।
সোমবার (১১ নভেম্বর) বিকেলে আশোকাঠী এলাকায় অভিযান চালিয়ে আল-আমিন সরদার নামের এক গাঁজা সেবনকারী’কে (৭৫ গ্রাম) গাঁজাসহ সেবনরত অবস্থায় আটক করে ১-বছরের কারাদণ্ড দেওয়া হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গৌরনদী সার্কেল এর সাব-ইন্সপেক্টর মো: ফাইজুল ইসলাম (হৃদয়) হাওলাদার, জানান গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীও ফোর্স নিয়ে গৌরনদী উপজেলার আশোকাঠী এলাকা থেকে, মো: রব সরদার এর পুত্র মো. আল-আমিন সরদার (৩৫) কে (৭৫-গ্রাম) গাঁজাসহ গ্রেফতার করা হয়।
এসময়ে গৌরনদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব রাজিব হোসেন, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে (১-বছরের) কারাদণ্ড প্রদান করেন।
পরে সোমবার বিকেলে গৌরনদী থানার পুলিশের কাছে সাজাপ্রাপ্ত আসামি’কে জেলহাজতে প্রেরণের জন্য হস্তান্তর করা হয়।