গৌরনদী প্রতিনিধি // বরিশালের গৌরনদী উপজেলা প্রশাসনের আয়োজনে গোল্ডকাপ ফুটবল বালক অনুধ্ব-১৭ টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। উক্ত ফুটবল খেলার ফাইনালে অংশ গ্রহন করেন গৌরনদী পৌরসভা একাদশ বনাম নলচিড়া ইউনিয়ন একাদশ। উক্ত অর্নুধ্ব ১৭ ফুটবল টুর্নামেন্টে ২ /০ গোলের ব্যবধানে গৌরনদী পৌরসভা একাদশ জয়লাভ করে চ্যাম্পিয়ন হয় এবং রানার্স আপ হয় নলচিড়া একাদশ। উভয় দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোঃ আবু আবদুল্লাহ খান। গৌরনদী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল জলিল এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ রাজিব হোসেন, সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ অলিউল্লাহ, গৌরনদী উপজেলা বিএনপির আহবায়ক বীরমুক্তিযোদ্ধা সরোয়ার আলম বিপ্লব,গৌরনদী পৌর নাগরিক কমিটির সভাপতি ও উপজেলা বিআরডিবির সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক জহিরুল ইসলাম,বরিশাল উত্তর যুবদলের যুগ্ম আহবায়ক সাইদুল ইসলাম সেন্টু খান, উপজেলা মানবধিকার ইউনিটির সভাপতি সাংবাদিক আবদুছ ছালেক মামুন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সালাউদ্দীন, উপজেলা প্রকৌশলী মোঃ অহিদুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিভাষ চন্দ্র বিশ্বাস,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন, উপজেলা জাতীয় মহিলা সংস্থার কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম, জাইকার প্রতিনিধি মেজবাহ উদ্দীন, গৌরনদী উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ রুবেল গোমস্তা, বরিশাল মহানগর ছাত্র প্রতিনিধির সদস্য গবেষক মোঃ ফকরুল আবেদীন তানভীর প্রমুখ।