গৌরনদী প্রতিনিধি // বরিশালের গৌরনদীতে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র্যালি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গৌরনদী উপজেলা, পৌর ও আগৈলঝাড়া উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে শুক্রবার সকালে বিএনপির চেয়ারপারর্সন এম জহির উদ্দিন স্বপনের নেতৃত্বে আশোকাঠী থেকে র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এম জহির উদ্দিন স্বপন। উপজেলা বিএনপির আহবায়ক সরোয়ার আলম বিপ্লবের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল, উপজেলা বিএনপির সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান, যুগ্ন আহবায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শফিকুর রহমান স্বপন সহ অন্যান্য নেতৃবৃন্দ।