
গৌরনদী প্রতিনিধি // বরিশাল গৌরনদীঃ- ০৫ আগস্ট ২০২৫ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গৌরনদী উপজেলা প্রশাসনের উদ্যোগে নলচিড়া, শরিকল ও চাঁদশী ইউনিয়নে জুলাই মাসের আন্দোলনে শহীদ হওয়া তিনজন বীরের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার সকালে অনুষ্ঠিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি, সহকারী কমিশনার (ভূমি) জনাব মোঃ রাজিব হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবদুল জলিল, গৌরনদী মডেল থানার ওসি মোঃ তরিকুল ইসলাম, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র প্রতিনিধিগণ এবং শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।