নিজস্ব প্রতিবেদক // জেলার গৌরনদীতে পৃথক তিন দুর্ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন। বৃহস্পতিবার (২৭ জুন) দিনের ভাগে এসব দুর্ঘটনা ঘটে।
গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. বিপুল হোসেন জানান, বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে মহাসড়কের আশোকাঠী প্রশিক্ষা অফিসের সামনে বরিশালগামী যাত্রীবাহী অন্তরা পরিবহনের সঙ্গে ঢাকাগামী আল আমিন পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই পরিবহনের চালক ও যাত্রীসহ ১১ জন আহত হন।
এদিন দুপুর সোয়া ১২টার দিকে মহাসড়কের শরীফ বাড়ির সামনে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক ডোবায় পড়ে যায়। এতে এক ট্রাক চালক আহত হন। একইদিন গৌরনদী-পয়সারহাট সড়কের মোল্লাবাড়ি স্ট্যান্ডে যাত্রীবাহী গোল্ডেন লাইন ও একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা। গৌরনদী হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) সিরাজ জানান, মহাসড়কে দুর্ঘটনাকবলিত পরিবহন ও ট্রাক জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।