গৌরনদী প্রতিনিধি // বরিশালের গৌরনদীতে ভূমি অফিস উদ্বোধন করছেন গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজিব হোসেন ভূমি সেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে বরিশালের গৌরনদী উপজেলায় দু’টি ভূমি সেবা সহায়তা কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। বুধবার (২ জুলাই) বিকেলে উপজেলার হোসনাবাদ ও সরিকল বন্দরে এ কেন্দ্র দু’টি কেন্দ্রের উদ্বোধন করেন গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজিব হোসেন। এ সময় সহকারী কমিশনার (ভূমি) রাজিব হোসেন বলেন, ভূমি সেবাকে জনবান্ধব করতে সরকার নিরলসভাবে কাজ করছে। মাঠপর্যায়ে সেবা সহজ, দ্রুত ও হয়রানিমুক্ত করতে এ ধরনের সহায়তা কেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরো বলেন, ভূমি অফিসে সেবাগ্রহীতারা যেন প্রতারিত না হন এবং কোনো ধরনের দুর্নীতির শিকার না হন, সে লক্ষ্যে সকল ইউনিয়ন ভূমি কর্মকর্তাদের আন্তরিকতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন ভূমি কর্মকর্তা দিলরুবা খানম, প্রকাশ চন্দ্র বাড়ৈসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। নতুন এই সেবা কেন্দ্রগুলোতে নামজারি, খতিয়ান ও জমির তথ্য যাচাইসহ নানা ভূমি সেবা পাওয়া যাবে।