গৌরনদী প্রতিনিধি // ইংরেজী নতুন বছরের প্রথমদিনে তারবিয়াহ নূরানী ও হিফজ একাডেমীর শিক্ষার্থীদের নবীন বরণ, পোশাক ও বই বিতরণ করা হয়েছে। জেলার গৌরনদী উপজেলার কালনা হাজীপাড়ায় অবস্থিত তারবিয়াহ নূরানী ও হিফজ একাডেমী মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিআরডিবির সাবেক চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির। স্থানীয় সমাজ সেবক জহিরুল ইসলাম হাওলাদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, দৈনিক জনকণ্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার খোকন আহমেদ হীরা, ইকরা নূরানী ক্যাডেট মাদ্রাসার প্রিন্সিপাল হাফেজ মাওলানা আবুল বাশার। গৌরনদী রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আবু সাঈদ খন্দকারের সঞ্চালনায় সবশেষে দোয়া-মোনাজাত পরিচালনা করেন উপজেলা ইমাম সমিতির সভাপতি হযরত মাওলানা মুফতি আব্দুল হালিম। অনুষ্ঠানের শুরুতে মাদ্রাসা কর্তৃপক্ষে উদ্যোগে নতুন বছরের প্রথমদিনে তারবিয়াহ নূরানী ও হিফজ একাডেমীর শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নতুন পোশাক ও বই বিতরণ করা হয়েছে।