গৌরনদী প্রতিনিধি
হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ কতর্ৃক আয়োজিত বরিশালের গৌরনদী উপজেলাব্যাপী ২০টি হাফেজী ও কওমী মাদ্রাসার সাড়ে তিনশত শিক্ষাথর্ীর অংশ গ্রহনে বার্ষিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার জামিয়া মুহাম্মদিয়া মাজিদিয়া (চাঁদশী) মাদ্রাসায় বিকেলে হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ এর গৌরনদী শাখার সভাপতি মুফতি বাইজিত আহম্মেদের সভাপতিত্বে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র কেন্দ্রীয় কমিটির কার্যনিবার্হী সদস্য ও ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ এর কেন্দ্রীয় সভাপতি ইঞ্জিনিয়ার আবদুস সোবহান। বক্তব্য রাখেন হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ এর বরিশাল জেলা সভাপতি কারী ফয়জুল্লাহ হুসাইন, জেলা বিএনপির সদস্য আনোয়ার সাজ্জাত তোতা, আব্দুল আউয়াল লোকমান, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি আব্দুল মালেক আকন, আগৈলঝাড়া উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাহাবুবুল ইসলাম, উপজেলা যুবদলের আহবায়ক শোভন রহমান মনির, গৌরনদী উপজেলা যুবদলের আহবায়ক মনির হোসেন হাওলাদার প্রমুখ। শেষে বিজয়ীদের মাঝে ক্রেষ্ট, সনদ ও প্রধান অতিথির সৌজন্যে পুরস্কার বিতরণ করা হয়।