গৌরনদী প্রতিনিধি // বরিশালের গৌরনদী উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ মো. আবুল হোসেন মিয়ার মায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার দিনভর কোরান খতম, বিকেলে দোয়া-মিলাদ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পৌরসভার সুন্দরদী মহল্লার বিএনপি নেতার পুরাতন বাড়িতে দোয়া-মিলাদ ও ইফতার মাহফিলে বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল, গৌরনদী উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক বদিউজ্জামান মিন্টু, গৌরনদী পৌর ছাত্রদলের সাবেক সভাপতি মোল্লা মাহফুজ গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইউনুস মিয়া, হাইওয়ে থানার ওসি মো. আমিনুর রহমান সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সাংবাদিক, সুশীল সমাজ, ব্যবসায়ী এবং বিভিন্ন শ্রেনী-পেশার দুই সহস্রাধিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।