গৌরনদী প্রতিনিধি
বরিশালের গৌরনদী উপজেলার ঐতিহ্যবাহী টরকী বন্দর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগীতা ও মেধা উত্তরণ পুরস্কার বিতরনী অনুষ্ঠান বৃহস্পতিবার দিনব্যাপী বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্বে করেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার আবু আবদুল্লাহ খান। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর জাকির হোসেন শরীফ, টরকী বন্দর বণিক সমিতির সভাপতি শরীফ সাহাবুব হাসান, সাধারণ সম্পাদক বদরুজ্জামান চঞ্চল, ছাত্র প্রতিনিধি মোরশেদ হাসানসহ অন্যান্যরা। অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ব্রজেন্দ্র নাথ বিশ্বাস। শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।