গৌরনদী প্রতিনিধি // ঢাকা-বরিশাল মহাসড়কের বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া বাসষ্ট্যান্ড এলাকায় উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের কর্মকর্তারা অভিযান চালিয়ে পাঁচটি যাত্রীবাহি বাস থেকে প্রায় ১০ মন জাটকা জব্দ করেছেন। পরবর্তীতে জব্দকৃত জাটকা বিভিন্ন এতিমখানা ও দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়। বৃহস্পতিবার সকালে তথ্যের সত্যতা নিশ্চিত করে উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেনজিৎ দেবনাথ জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন ও থানা পুলিশের উপস্থিতিতে বুধবার দিবাগত রাতে মহাসড়কের মাহিলাড়া বাসষ্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় দক্ষিণাঞ্চল থেকে ঢাকাগামী পাঁচটি যাত্রীবাহি বাসে তল্লাশি চালিয়ে প্রায় ১০ মন জাটকা জব্দ করা হয়। জব্দকৃত জাটকা বিভিন্ন এতিমখানা ও দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়েছে।