1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
গৌরনদীতে মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচন সম্পন্ন - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ০৯:৪১ অপরাহ্ন
সংবাদ শিরনাম :

গৌরনদীতে মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচন সম্পন্ন

  • প্রকাশিত :প্রকাশিত : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ৪৭ 0 বার সংবাদি দেখেছে

গৌরনদী প্রতিনিধি // বরিশালের গৌরনদী উপজেলার ২নং বার্নিথী ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক কমিটির নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।নির্বাচনে দু’টি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে এবং মোট ৩৫ জন মুক্তিযোদ্ধা ভোটার স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গণনা শেষে বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস খান নেতৃত্বাধীন প্যানেল ২১ ভোট পেয়ে বিজয়ী হয়। শনিবার (৪ অক্টোবর) ২০২৫ দুপুরে উপজেলার টরকী বন্দর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে গোপন ব্যালটের মাধ্যমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন পরিচালনা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় সহ-সভাপতি ও গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব। এ নির্বাচনে দু’টি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে এবং মোট ৩৫ জন মুক্তিযোদ্ধা ভোটার স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গণনা শেষে বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস খান নেতৃত্বাধীন প্যানেল ২১ ভোট পেয়ে বিজয়ী হয়। অপরদিকে বীর মুক্তিযোদ্ধা ইসাহাক সন্যামতের প্যানেল পায় ১৪ ভোট। ফলাফলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস খান আহ্বায়ক এবং বীর মুক্তিযোদ্ধা মান্নান বেপারী, মুনছের সরদার, মান্নান সরদার ও জালাল বেপারী সদস্য হিসেবে নির্বাচিত হন। ফলাফল ঘোষণার পর আলোচনা সভায় উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো: আনিসুর রহমান, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের হাওলাদার, সদস্য বীর মুক্তিযোদ্ধা মো: মুনসুর হাওলাদার, গৌরনদী প্রেসক্লাবের প্যানেল আহ্বায়ক মো: গিয়াস উদ্দিন মিয়া, সাবেক কাউন্সিলর জাকির হোসেন শরীফ, বার্থী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান মিন্টু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক চুন্নু সরদারসহ স্থানীয় মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানেরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ