গৌরনদী প্রতিনিধি // বরিশাল জেলার গৌরনদী উপজেলায় রাতের আধারে বাড়ী ফেরার পথে মামুন হাওলাদার (৩২) নামের এক যুবকের উপর হামলা করেছে দুর্বৃত্তরা। স্থানীয়রা জানায়,সোমবার রাতে স্থানীয় মোল্লা বাড়ী স্ট্যান্ড থেকে বাড়ী ফেরার পথে তার ওপর অতর্কিত হামলা হয়। আহত মো.মামুন হাওলাদার গৌরনদী চাঁদশী ইউনিয়নের নরসিংহলপট্টি গ্রামের পিতা: মোঃ শাহজাহান হাওলাদারের পুত্র। শরীরের বিভিন্ন স্থানে ও মাথায় আঘাতপ্রাপ্ত মামুনকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা দেওয়া হয়। আহত মামুন জানা, গত সোমবার গৌরনদী বাসস্ট্যান্ড থেকে বাড়ি ফেরার মধ্য পথে মোল্লা বাড়ী নামক বাসস্ট্যান্ড নিত্য প্রয়োজনীয় কিছু কেনাকাটা শেষে রাত আনুমানিক ৯ টা ৩০ মিনিট সময়ে মোটরসাইক চালিয়ে বাড়ি ফেরার পথে রাতের আধারে ৮ থেকে ১০ জন অপরিচিত লোক আমার উপর অতর্কিতভাবে ধারালো অস্ত্র ও লাঠি দিয়ে হামলা চালায়, হামলায় শরীরের বিভিন্ন স্থান ও মাথা ফেটে অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে যাই, জ্ঞান ফিরে জানতে পারি আঘাত প্রাপ্ত মাথার ক্ষতস্থানে চারটি সেলাই দিয়ে আমাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহত মামুন আর বলেন হামলার সময় দুর্বৃত্তরা আমার মোটরসাইকেলটি হামলা চালিয়ে ভেঙে ফেলে। কারো সাথে আমার কোন পূর্ব বিরোধ নাই আমার উপর কেন অতর্কিত হামলা হয়েছে ঠিক বলতে পারবো না। বিষয়টি থানা পুলিশকে অবগত করা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন আইনগত ব্যবস্থা নেওয়া হবে।