1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. ukbanglatv21@gmail.com : Kawsar Ahmed : Kawsar Ahmed
গৌরনদীতে শীতলা মন্দিরে চুরি - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ০৬:৩৬ অপরাহ্ন

গৌরনদীতে শীতলা মন্দিরে চুরি

  • প্রকাশিত :প্রকাশিত : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ৮২ 0 বার সংবাদি দেখেছে

প্রতিনিধি গৌরনদী // সংঘবদ্ধ একদল চোর বরিশালের গৌরনদীতে সার্বজনিন শীতলা মন্দিরের শীতলা প্রতিমার ২টি স্বর্ণের চোখ ও দান বাক্সের টাকা চুরির করে নিয়ে গেছে। এ ঘটনায় শুক্রবার রাতে একটি চুরির মামলা দায়ের করেছে মন্দির কমিটি। শনিবার দুপুরে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে। উপজেলার বাটাজোর গ্রামের কবি বাড়ি’র শীতলা মন্দির কমিটির সভাপতি সুধীর দেবনাথ জানান, তাদের শীতলা মন্দিরে প্রতিদিন পুরোহিত শমিরন ব্যানার্জি এবং সেবাইত বলরাম শঙ্খবনিক সকাল-সন্ধ্যা পূজা অর্চনা করে আসছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় মন্দিরের সেবাইত বলরাম শঙ্খবর্নিক সন্ধ্যা বাতি দিয়ে পূজা করে মন্দির তালাবদ্ধ করে বাড়িতে ফিরে যান। শুক্রবার সকালে সেবাইত বলরাম মন্দিরে এসে দেখতে পায়, শীতলা মন্দিরের ২টি কলকলাপসিবল গেট খোলা, শীতলা প্রতিমার স্বর্নের ২টি চোখ নেই ও ২টি দানবাক্সের তালা ভাঙ্গা। তাৎক্ষনিক সেবাইত বলরাম বিষয়টি মন্দির কমিটিকে জানান। গৌরনদী থানার ওসি মোঃ ইউনুস মিয়া জানান, এ ঘটনায় মন্দিরের সভাপতি সুধীর দেবনাথ বাদি হয়ে অজ্ঞাতনামা চোরদের আসামি করে শুক্রবার রাতে থানায় একটি চুরির মামলা দায়ের করেছে। শনিবার দুপুরে গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শারমিন সুলতানা রাখি, মডেল থানার ওসি মোঃ ইউনুস মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ