গৌরনদী প্রতিনিধি
বরিশালের গৌরনদী উপজেলায় বরিশালগামী লাবিবা পরিবহনের ধাক্কায় মফিজুল ইসলাম (৭৫) নামে এক পথচারী নিহত হয়েছেন।
শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকেল ২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে এ ঘটনা ঘটে।
নিহত মফিজুল ইসলাম ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের ইকুরিয়া এলাকার মরহুম সদন আলীর ছেলে বলে জানা গেছে।
স্থানীয়রা জানায়, রাস্তা পারাপারাপারে সময় ওই বাসটি মফিজুল ইসলামকে ধাক্কা দেয়। এ সময় তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়।
গৌরনদী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আমিনুর রহমান জানান, ‘খবর পেয়ে আহতকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় বাসটিকে আটক করা হয়েছে।’