গৌরনদী প্রতিনিধি // বরিশাল জেলার গৌরনদী উপজেলায় ঢাকা -বরিশাল মহাসড়কে সড়ক দুর্ঘটনার এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনা আরও দুইজন আহত হয়েছে। স্থানীয়রা জানান ১৬ মে শুক্রবার সকাল পৌনে দশটার দিকে বার্থী বাজারে সরো মেম্বারের বাড়ির সামনে থেকে বের হওয়ার সময় অজ্ঞাতনামা পিকআপের চাপায় ঘটনাস্থলে মোটরসাইকেলে থাকা শাহারীয়া আজাদ তালহা ২০ নামের এক কলেজ শিক্ষার্থী নিহত হন। নিহত কলেজ শিক্ষার্থীর গ্রামের বাড়ি বার্থী ইউনিয়নের পশ্চিম প্রার্থী গ্রামের তিনি আজাদ বেপারীর ছেলে। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছে, আহতরা হলেন হীমেল গোমস্তা (২৬), পিতা নুর আলম গোমস্তা, গ্রাম বার্থী, থানা গৌরনদী, শাহীন মাল (১৮) পিতা সোহেল মাল, গ্রাম বার্থী, থানা গৌরনদী, জেলাঃ বরিশাল। এ বিষয় গৌরনদী হাইওয়ে থানার ওসি মোঃ আমিনুর রহমান জানান বরিশাল থেকে ঢাকা যাওয়ার পথে অজ্ঞাত নামা একটি পিকআপ ভ্যান বার্থী এলাকায় পৌঁছালে মোটরসাইকেল আরোহীদের চাপ দিলে ঘটনস্থলে কলেজ শিক্ষার্থী নিহত হয়েছে। এছাড়া আরো দুইজন আহত হয়েছে, তাদের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।