গৌরনদী প্রতিনিধি // বরিশালের গৌরনদী পৌর যুবদলের উদ্যোগে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় বরিশাল-ঢাকা মহাসড়কের কসবা হযরত মল্লিক দূত কুমার পীরের মাজারের গেট থেকে বিক্ষোভ মিছিল বের করে টরকী বন্দর সদর রোড সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শেষে মাদক বিরোধী সমাবেশ পৌর যুবদলের সদস্য সচিব গোলাম মাহাতাবের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বরিশাল সদর (উত্তর) জেলা যুবদলের যুগ্ম আহবায়ক এমএ গফুর সরদার। বিশেষ অতিথি ছিলেন জেলা যুবদলের দপ্তর সম্পাদক সোহাগ গাজী, সদস্য মানিক মৃধা, মাসুম হাওলাদার, মুরাদ কাজী, পৌর বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক রকিব গাজী, উপজেলা যুবদলের সাবেক প্রচার সম্পাদক গাজী দেলোয়ার, উপজেলা কৃষক দলের সদস্য সচিব আব্দুল জব্বার, প্রমুখ।