গৌরনদী প্রতিনিধি // বরিশালের গৌরনদীর ঐতিহ্যবাহী টরকি বন্দরে খাল ভরাট করে অবৈধ দোকান, বসতবাড়ি উচ্ছেদ করে নদীর পুনঃ খনন কাজের জন্য গৌরনদী উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি হিসেবে দায়িত্ব দেওয়া গৌরনদী উপজেলা জাতীয় মহিলা সংস্থার কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম কে, গত ২৭/০১/২০২৫ ইং থেকে ০৫/০২/২০২৫ ইং পযন্ত কাজ চলে। বৃহস্পতিবার ১৩/০২/২৫ সকাল ৯.১৫ মিনিটে উপজেলা জাতীয় মহিলা সংস্থার অফিসের সামনে রাখা মোটরসাইকেল ভাংচুর করে ও তার পরিবার কে হত্যার হুমকির বার্তা লেখা চিরকুট মোটরসাইকেলে রেখে গেছেন কে কাহারা, উপজেলা জাতীয় মহিলা সংস্থার কর্মকর্তা জানান সত্যের পথে আছি ইনশাআল্লাহ সত্যের পথেই থাকবো, নদী খননের খেসারত হিসেবে পাওনা লেখা। এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মহোদয় এর কাছে অভিযোগ করা হয়েছে।