স্টাফ রিপোর্টার // বরিশাল জেলার গৌরনদী থানাধীন দক্ষিণ কটকস্থল গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একই পরিবারের ৭ জনকে এলোপাথাড়ি পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। আহতরা হলেন,লামিয়া, জাহিদ,কুলসুম, তাওহীদ,খুকু মনি,শাহআলম, ও নাজমা। শনিবার (২১ ডিসেম্বর) সকাল ১০ টায় দক্ষিণ কটকস্হল গ্রামের ফকির বাড়ীতে এ হামলার ঘটনা ঘটে। আহতের
স্বামী জাহিদ বলেন, আমার সাথে আমার সৎ ভাই জিয়া ফকির ও জহিরুল ফকিরের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। তারই সৃত্র ধরে ঘটনার দিন শনিবার আমাকে জহিরুলের বিয়ের বর অনুষ্ঠানে নিমন্ত্রণ না করে বৌভাতে নিমন্ত্রণ করে। সে অনুষ্ঠানে না যাওয়ায় এ নিয়ে উভয়ের মধ্যে তুমুল ঝগড়া হয়। এক পর্যায়ে উত্তেজিত হয়ে জাহিদকে এলোপাথাড়ি পিটিয়ে আহত করে। তার ডাক চিৎকার শুনে অন্যন্যরা ঘটনাস্হলে গেলে তাদেরকেও আহত করে। আহতদের মধ্যে লামিয়া শেবাচিম হাসপাতালে ভর্তি। এ ঘটনায় মামলার প্রস্ততি চলছে।