গৌরনদী প্রতিনিধি // বরিশাল জেলার গৌরনদী উপজেলায় ১৬০ টাকায় পুলিশে চাকুরি পেয়েছেন তিন যুবক। চাকুরি পাওয়া তিন যুবককে ফুলের শুভেচ্ছান জানান গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত (ওসি) মো. ইউনূস মিয়া। ৮ ডিসেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে গৌরনদী মডেল থানায় তাদের এই ফুলের শুভেচ্ছান জানানো হয়। পহেলা অক্টোবর ১১৯ জন চাকুরির জন্য আদেন করেন বরিশাল জেলার বাসিন্দারা। প্রথমে ৪০ টাকা ফিতে আবেদন করেন। রির্টান পরিক্ষায় ৭জন টিকলেও যাচাই-বাছাইতে ১২০ টাকার লিখিত পরীক্ষা ও ২০ টাকা ফিতে মোট ১৬০ টাকায় তিন যুবক চাকুরি পান। পুলিশে চাকুরি পাওয়া ওই তিন যুবক হলেন মো. ইয়াসির আহম্মেদ শুভ (১৯) পিতা: মো. জামাল শরিফ, গ্রাম: দক্ষিণ সাকোকাঠী, ইউনিয়ন: শরিকল ইউনিয়ন। শাকিব বেপারী (১৯) পিতা: মো. নুরে আলম বেপারী, গ্রাম: বাটাজোর, ইউনিয়ন: বাটাজোর, । এস.এম আবুল হাসানাত আবিদ (১৯), পিতা: মৃত এস.এম জাহিদ আলম, দক্ষিণ ধানডোবা, ইউনিয়ন: বার্থী, উপজেলা গৌরনদী, জেলা: বরিশাল।