গৌরনদী প্রতিনিধি // নাগরিক সেবা শতভাগ নিশ্চিত করতে ১৫ শতাংশ ডিসকাউন্টে বকেয়া থাকা পৌর কর ও পানির বিল আদায়ের লক্ষ্যে বরিশাল জেলার প্রথম শ্রেনীর গৌরনদী পৌরসভার আয়োজনে চার দিনব্যাপী ‘পৌর সেবা মেলা’র উদ্বোধন করা হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে দশটার দিকে পৌরসভা মাঠে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে চার দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেছেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. আবু আবদুল্লাহ খান। সভার প্রধান অতিথির বক্তব্যে আবু আবদুল্লাহ খান বলেছেন, মেলার এ চারদিনেও যারা বকেয়া কর ও পানির বিল দিতে বিলম্ব করবে পরবর্তীতে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। মেলার দুইটি স্টলে বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান করা হচ্ছে। সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, বিগত পৌর মেয়রের সময়ে প্রথম শ্রেনীর গৌরনদী পৌরসভায় কর ও পানির বিল মিলিয়ে প্রায় কোটি টাকার ওপরে বকেয়া রয়েছে। পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. হারুন-অর রশিদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পৌর নাগরিক কমিটির সভাপতি ও সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, উপজেলা হাসপাতালের চিকিৎসক মো. টিপু সুলতান, পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক সফিকুর রহমান শরীফ স্বপন, পৌর জামায়াতের আমীর মো. হাফিজুর রহমান, সাংবাদিক কাজী আল-আমিন প্রমুখ।