গৌরনদী প্রতিনিধি // বরিশালের গৌরনদীতে অভিযান চালিয়ে ৫ মণ জাটকা জব্দ করা হয়েছে। রোববার দিবাগত রাতে ঢাকা-বরিশাল মহাসড়কের মাহিলাড়া এলাকায় উপজেলা মৎস্য দপ্তর ও থানা পুলিশ এ অভিযান পরিচালনা করেন। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেনজিৎ দেবনাথ। তিনি বলেন, বরিশাল থেকে ঢাকাগামী দুইটি পরিবহনে অভিযান চালিয়ে জাটকাগুলো জব্দ করা হয়। পরে উপজেলা নির্বাহী অফিসারের নিদের্শক্রমে জব্দকৃত জাটকা বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়।