গৌরনদী প্রতিনিধি // দক্ষিণাঞ্চলের ঐতিহ্যবাহী ব্যবসায়ী বন্দর গৌরনদী উপজেলার টরকী বন্দর উন্নয়নের লক্ষ্যে সর্বস্থরের ব্যবসায়ীদের সাথে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। টরকী বন্দর ব্যবসায়ী সমিতির আয়োজনে গতকাল শনিবার বিকেলে কাপুড়েপট্রি টহলঘরে সমিতির সভাপতি শরীফ সাহাবুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সিনিয়র সদস্য ও টরকী বন্দর আদর্শ জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আলহাজ¦ আবুল হোসেন মিয়া। বিশেষ অতিথি ছিলেন পৌর নাগরিক কমিটির সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, গৌরনদী প্রেসক্লাবের আহবায়ক মো. গিয়াস উদ্দিন মিয়া। বক্তব্য রাখেন সমিতির সাধারন সম্পাদক বদিউজ্জামান চঞ্চল মাঝি, কোষাধ্যক্ষ অলিউর ইসলাম, সাংগঠনিক সম্পাদক দিদার শরীফ, আনন্দ টিভি’র ব্যুরো প্রধান কাজী আল আমীন, সাংবাদিক মোল্লা ফারুক হাসান, প্রবীন ব্যবসায়ী ননী গোপাল রায়, শুধাংশ বোস, বিমল কুন্ড, সমীর সরকার, শামীম মিয়া, কামরুল ইসলাম সহ অন্যান্য ব্যবসায়ীরা। বক্তারা বলেন, আগামি ১ মাসের মধ্যে টরকী বন্দরের উন্নয়নের দৃশ্যমান না হলে ব্যবসায়ীরা ঐক্যবদ্ধভাবে কঠিন আন্দোলন করার হুমকি দেন।