1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. ukbanglatv21@gmail.com : Kawsar Ahmed : Kawsar Ahmed
গৌরনদীর টরকী বন্দর আদর্শ মসজিদ মার্কেটের নতুন আধুনিক সড়ক উদ্বোধন - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৮:৪৪ পূর্বাহ্ন

গৌরনদীর টরকী বন্দর আদর্শ মসজিদ মার্কেটের নতুন আধুনিক সড়ক উদ্বোধন

  • প্রকাশিত :প্রকাশিত : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪
  • ৪৪ 0 বার সংবাদি দেখেছে

গৌরনদী প্রতিনিধি // বরিশালের গৌরনদী উপজেলার ঐতিহ্যবাহী ব্যবসায়ী নগর টরকী বন্দর। ১৭৭ বছরের পুরাতন এই বন্দর আজ পরিনত হয়েছে ব্যবসায়ীদের প্রাণকেন্দ্র। বন্দরের মধ্যে বেশকিছু মার্কেট রয়েছে তবে তার মধ্যে শীর্ষ অবস্থানে রয়েছে মসজিদ মার্কেট। এটি টরকী বন্দর আদর্শ জামে মসজিদের এর তত্বাবধানে পরিচালিত হয়। সম্প্রতি এই মার্কেটের মধ্যের রাস্তার এক নতুন ছোঁয়া আবিষ্কার করেছেন ২ নং বার্থী ইউনিয়ন এর সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আবুল হোসেন মিঞা, যানা যায় মার্কেটের কয়েকজন প্রতিষ্ঠাতার মধ্যে রয়েছেন মরহুম গনি খাঁন, হাজী আবদুর সালাম শরীফ,মরহুম কামাল হোসেন মাঝি, স্বর্গীয় শ্রী নির্মল চক্রবর্তী তাদের স্বরণে এই চত্বরের নাম রাখা হয়। আজ সন্ধ্যার পরে দোয়া ও মোনাজাত শেষে ভিত্তিপ্রস্তর স্থাপন এর মাধ্যমে এই শুভ সূচনা করেন টরকী বন্দর আদর্শ জামে মসজিদ কমিটির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন মিঞা। তিনি জানান এই চত্বরের নাম করন করা হয়েছে মূলত হাজী আবদুর সালাম শরীফ কে স্বরন স্বরূপ রুপে তাকে সবার মনে করার জন্য। বিষয়টি আমি অনেকদিন ধরেই ভেবে আসছি, আজ সবার সম্মতিসূচক ধারায় এটি বাস্তবায়নের অংশ করলাম। আমি এই মার্কেটের জন্মলগ্ন থেকেই জড়িত ছিলাম। রাস্তা থেকে শুরু করে অবকাঠামোর উন্নয়নের জন্য যা যা করার দরকার তাই করেছি। সবাই দোয়া করবেন যেন সবসময় পাশেই থাকতে পারি। এসময় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা মোঃ শাহজাহান শরীফ, টরকী বন্দর বনিক সমিতির কোষাধ্যক্ষ মোঃ অলিউল ইসলাম, মোঃ হাবুল গাজী, মোঃ নুরুজ্জামান বেপারী,মোঃ আনোয়ার সরদার,মোঃ কালাম সিকদার,মোঃ অয়ন শরীফ,মোঃ জাহাঙ্গীর হোসেন,মোঃ চুন্নু সিকদার প্রমুখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ