1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. ukbanglatv21@gmail.com : Kawsar Ahmed : Kawsar Ahmed
গৌরনদী’র মাদক সম্রাট হীরা মাঝি ইয়াবাসহ কালকিনিতে গ্রেফতার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৪৩ অপরাহ্ন

গৌরনদী’র মাদক সম্রাট হীরা মাঝি ইয়াবাসহ কালকিনিতে গ্রেফতার

  • প্রকাশিত :প্রকাশিত : সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২১ 0 বার সংবাদি দেখেছে

গৌরনদী প্রতিনিধি

বরিশালের গৌরনদী উপজেলার মাদক ব্যবসায়ী হীরা মাঝি (৩৫)কে ৫পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে মাদারীপুর জেলার কালকিনি পৌরসভার রাজদী মিনাজদী এলাকা থেকে তাকে গ্রেফতার করে কালকিনি থানা পুলিশ। গােপণ সূত্রে খবর পেয়ে কালিকিনি থানার এসআই সােহেল রানা সঙ্গীয় ফাের্স নিয়ে শুক্রবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে কালকিনি পৌরসভার রাজদী মিনাজদী এলাকায় ঘরামী বাড়ির সামনে অভিযান চালায়।

 

এ সময় ৫পিস ইয়াবাসহ গৌরনদী উপজেলার কটকস্থল গ্রামের মাদক বিক্রেতা হীরা মাঝি (৩৫)কে গ্রেফতার করে পুলিশ। এ ব্যাপার এসআই সােহেল রানা বাদি হয়ে হীরা মাঝিকে আসামি করে ওই রাতেই কালকিনি থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত হীরা মাঝিকে শনিবার দুপুরে মাদারীপুর আদালতে সাপোর্দ করা হলে আদালতের বিচারক তাকে কারাগারে পাঠানাের নির্দেশ দেন। গৌরনদী থানায় তার (হীরা) বিরুদ্ধে বিস্ফারক, চাঁদাবাজি ও মাদকদ্রব্য আইন ৫টি মামলায় ওয়ারেন্ট রয়েছে । এ ছাড়া গৌরনদী থানায় আরাে ২টি ও কালকিনি থানায় ১টি মামলা তদন্তধীন আছে বলে গৌরনদী থানার ওসি মা. ইউনুস মিয়া জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ