সোমবার সকালে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও বিডি ক্লিনিকের যৌথ উদ্যোগে বরিশালের গৌরনদী মডেল থানায় ক্লিন গ্রীন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে কার্যক্রমের উদ্বোধন করেন বরিশাল জেলা পুলিশ সুপার মোঃ বেলায়েত হোসেন।
গৌরনদী মডেল থানার ওসি মোঃ ইউনুস মিয়ার সভাপতিত্বে ক্লিন গ্রীন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আবু আব্দুল্লাহ খান, গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শারমিন সুলতানা রাখি, উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) মোঃ রাজিব হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধি মোরশেদ হাসান, ফখরুল হাসান তানভীর, বিডি ক্লিনিকের বিভাগীয় সমন্বয়ক জায়েদ ইরফান, জেলা সমন্বয়ক পলাশ তালুকদার, সমন্বয়ক ইলিয়াস, উপজেলা সমন্বয়ক সাগর মিয়াসহ অন্যন্যারা।