1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ৩ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ১৯ জুলাই ২০২৫, ০৫:২১ অপরাহ্ন
সংবাদ শিরনাম :
নীলফামারী জেলা বিএনপির নবনির্বাচিত আহ্বায়ক মীর সেলিম ফারুকের সাথে সৌজন্যে সাক্ষাৎ করেন জলঢাকা উপজেলা তাঁতীদল ট্রাফিক বক্সে ট্রাকের ধাক্কা, আহত ২ পুলিশ সদস্য বরিশালে অন্যের স্ত্রী নিয়ে পার্কে ঘুরতে গিয়ে এসআই ক্লোজড কদর বাড়ছে ঝালকাঠির বিলাতি গাবের শুটিংয়ে গুরুতর আহত শাহরুখ, নেওয়া হচ্ছে যুক্তরাষ্ট্রে জামায়াতের মূল পর্বের সমাবেশ শুরু গোপালগঞ্জে কারফিউ ১৪ ঘণ্টার জন্য শিথিল দেশ ও জাতির উন্নয়নে অগ্রাধিকার ‘ভালো মানুষ’ হওয়া: সেনাপ্রধান বিশ্ব ঐতিহ্যসুন্দরবন শুধু প্রাকৃতিক সৌন্দর্য নয় বাংলাদেশের অমূল্য প্রাকৃতিক ঐতিহ্য হুমকির মুখে  অর্থনীতি পরিবেশ জীববৈচিত্র্যে খোকার অপেক্ষায় এখনো দরজায় বসে থাকেন মা 

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ৩

  • প্রকাশিত :প্রকাশিত : বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৬ 0 বার সংবাদি দেখেছে

চট্টগ্রামের সীতাকুণ্ডে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শীতলপুর ও বাঁশবাড়িয়ায় এই দুর্ঘটনা ঘটে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ডের বার-আউলিয়া হাইওয়ে থানার ওসি আব্দুল মবিন।

নিহতরা হলেন- উপজেলার ৬নং বাঁশবাড়িয়া ইউনিয়নের উত্তর বাঁশবাড়িয়া এলাকার আব্দুস সালামের ছেলে মাইদুল ইসলাম মানিক (৩৫), জেসমিন আক্তার (২৬) ও মোটরসাইকেল আরোহী ঢাকার দোহার এলাকার দলিল উদ্দিন শিকদারের ছেলে নুরুল আলম প্রকাশ চাঁন মিয়া (৬০)।

আহতরা হলেন- নিহত জেসমিনের দুই বছরের শিশু ছেলে ও বাঁশবাড়িয়া কোট্টা এলাকার নাসিমের ছেলে সানজিত (২০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত সাতটার দিকে বাঁশবাড়িয়া ইউনিয়নের কোট্টা বাজার এলাকায় চট্টগ্রামমুখী লেনে একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে ফলের দোকানে ঢুকে যায়। এতে ৪ জন গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। এরপর ২ জনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

অপরদিকে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ভাটিয়ারী মাদাম বিবির হাট এলাকার স্ক্রাব জাহাজের তামা পিতল ব্যবসায়ী নিহত চাঁন মিয়া বাসা থেকে বের হয়ে মোটরসাইকেল যোগে বাঁশবাড়ীয়ায় মাহফিলে যাচ্ছিলেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে চৌধুরী ঘাটা এলাকা অতিক্রমকালে চাঁন মিয়ার মোটরসাইকেলকে পেছন থেকে একটি বাস সজোরে ধাক্কা দেয়। এতে চাঁন মিয়া মোটরসাইকেলসহ সামনে থাকা লরির নিচে ঢুকে পড়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন।

এ বিষয়ে সীতাকুণ্ডের বার-আউলিয়া হাইওয়ে থানার ওসি আব্দুল মবিন বলেন, মহাসড়কের একটি পিকআপ ভ্যান দোকানে ঢুকে গিয়ে এক নারী ও এক পুরুষ পথচারী নিহত হয়েছেন। একই ঘটনায় শিশুসহ এক ছাত্র আহত হন। আমরা পিকআপটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছি এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। এ ছাড়া মহাসড়কের চৌধুরীঘাটা এলাকায় লরিচাপা পড়ে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ