চলে গেলেন শহীদ সন্তান মৃনাল কান্তি দে
-
প্রকাশিত :প্রকাশিত :
শুক্রবার, ১২ আগস্ট, ২০২২
-
৪২৩
0 বার সংবাদি দেখেছে
এ.সি.ডি.অর্জুন // ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের শহীদ কিশোরী মোহন দে(কিশোরী মাস্টার) এর ছেলে এবং দৈনিক সত্য সংবাদ পত্রিকার ভোলা প্রতিনিধ সাংবাদিক এ.সি.ডি.অর্জুন এর কাকা মৃনাল কান্তি দে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেলেন না ফেরার দেশে। মৃনাল জন্মগ্রহণ করেন ১৯৪০ সালের ১৯ মার্চ। কর্মজীবনে তিনি ছিলেন পরিবার পরিকল্পনা বিভাগের বাপ্তা ও ইলিশা ইউনিয়নের স্বাস্থ্য পরিদর্শক(হেল্থ ইন্সপেক্টর)। ২০০৭ সালে অবসরে যাওয়ার পর ব্যবসা ও পৈত্রিক সম্পত্তি রক্ষার কাজে নিয়োজিত ছিলেন ৮২ বছর বয়সী মৃনাল। গত ৭ আগস্ট(রবিবার) সকাল প্রায় ৭টায় বার্ধক্য জনিত কারনে বাপ্তা গ্রামের পোদ্দার বাড়ির নিজ বাসভবনে মৃত্যুবরন করেন প্রায় ৫ বছর পূর্বে বিপত্নিক হওয়া মৃনাল। ভোলা রেবেকা রহমান কলেজের সিনিয়র প্রভাষক উৎপল কুমার দে উজ্জ্বল এর পিতা মৃনাল মৃত্যুকালে ২ ছেলে ও ১ মেয়ে সহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। উল্লেখ্য ভোলা টাউন কমিটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ও বহুবছর যাবত গবর্নিংবডির চেয়ারম্যান এবং বাপ্তা ইউপির প্রায় ৪০ বছর ধরে থাকা প্রতিষ্ঠাতা সদস্য শহীদ কিশোরী মোহনের ৭ছেলের মধ্যে মৃনাল কান্তির মৃত্যুর পর এখন মাত্র ১ছেলে জীবীত আছেন।
নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন
এই ক্যাটাগরির আরো সংবাদ
Leave a Reply