
এইচ এম সাইফুল্লাহ রুবেল, নীলফামারী প্রতিনিধি // বিগত ১৭ বছর ধরে কারাবন্দি বিভিন্ন সময় নির্যাতিত, নিপীড়িত সবার সুপরিচিত নেতা সাইফুল্লাহ (রুবেল) দলের দুঃসময় থেকে কাজ করে এসেছে এবং যখন দলের নীলফামারী জেলায় হাল ধরার মতো কেউ ছিলো না তখনও যেনো থেমে নেই তরুণ এই নেতা সাইফুল্লাহ (রুবেল) এবং সেই সময় থেকে কাজ করে দেখিয়েছেন চাঁদাবাজী, টেন্ডার বাজি, মাদক কারবারিদের আতঙ্কের নাম যেনো ছিলেন সাইফুল্লাহ (রুবেল)। তাইতো ঢাকায় আন্দোলনের সময় ডিবির হাতে গ্রেফতার হন একাধিকবার মিথ্যা, হামলা, মামলার, শিকার হন তবুও কোনদিন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শ ছাড়েননি ধারণ করে গিয়েছেন বুকে এবং দলের একজন আদর্শ কর্মী ভ্যানগার্ড হিসেবে কাজ করে গিয়েছেন এইচ এম সাইফুল্লাহ (রুবেল)। এবং সুসংগঠিত নেতার সুসংগঠিত কাজ, দলের কেউ বিশৃঙ্খলা করলেই দলীয় সিদ্ধান্তে তার বিরুদ্ধে ব্যবস্থা এবং কোনভাবে কারো অনৈতিক কাজ ধান্দাবাজি, কাজকে সমর্থন করে না, সবার জনপ্রিয় নেতা এইচ এম সাইফুল্লাহ (রুবেল)। এ বিষয়ে কথা হয় জনসাধারণ মানুষ ও সচেতন নাগরিকদের সাথে তারা বলে এইচ এম সাইফুল্লাহ (রুবেল) একজন তরুণ প্রজন্মের এই নেতা এবং যার ওপর নির্যাতিত নিপীড়ন যাকে দমিয়ে রাখতে পারেনি তার বিরুদ্ধে কোন ষড়যন্ত্র হলে আমরা সাধারণ মানুষ তা রুখে দেবো। এবং তৃণমূল পর্যায়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা বলে (রুবেল) ভাই একজন অনেস্ট নেতা যার কোন তুলনা হয় না, কারণ তিনি সব সময় তৃণমূল পর্যায়ে নেতা- কর্মীদের খবর রাখেন তাই কোনভাবে কোন কিছুতে দমিয়ে রাখতে পারবে না আমাদের প্রিয় নেতাকে। এখন দেখতেছে রুবেল ভাইয়ের জনপ্রিয়তা সকলের মুখে মুখে নীলফামারী ২ আসন।।।