আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি ও তার সহধর্মিণী রাহাত আরা বেগম ব্যাংককের উদ্দেশে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।
বিএনপির মিডিয়া সেল সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিকে ব্যাংকক সফরের প্রাক্কালে গতকাল মঙ্গলবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন মির্জা ফখরুল। এ সময় বিএনপি মহাসচিবের সঙ্গে দলের স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনও ছিলেন। তারা খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নেন।
এর আগে চোখের চিকিৎসার জন্য গত ১৩ মে সস্ত্রীক ব্যাংকক যান মির্জা ফখরুল।