আজ রবিবার সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়। নিহত সেলিম শাহ ওই গ্রামের মৃত দৌলাত শাহয়ের ছেলে।
সেলিমের স্ত্রী শাহানুর বেগম জানান, শনিবার রাত ১১টার দিকে তার স্বামীকে কে বা কারা বাড়ি থেকে ডেকে নিয়ে যান। এরপর তিনি আর বাড়িতে ফেরেনি। সকালে শুনতে পান তার স্বামীকে গ্রামবাসী পিটিয়ে মেরে ফেলেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে পশারিবুনিয়া গ্রামের শিক্ষক শহিদুল ইসলাম ফিরোজের ঘরের সিদ কেটে দুজন প্রবেশ করেন। তারা নগদ ৩০ হাজার টাকা, দুইটি স্বর্ণের চেইন ও একটি রূপার চেইন নিয়ে যান। এ সময় গৃহকর্তার ছেলে মোহাম্মদ আলী মান্না টের পেয়ে প্রতিরোধ করতে গেলে চোরেরা তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যান। মান্নর ডাক চিৎকারে প্রতিবেশীরা টের পেয়ে গ্রামবাসীকে খবর দিলে গ্রামবাসী এগিয়ে এসে দুই চোরকে ধাওয়া করেন। এ সময় সেলিম শাহ গ্রামবাসীর হাতে আটক হলেও অপর চোর এমাদুল হোসেন মালামাল নিয়ে পালিয়ে যান। পরে ক্ষিপ্ত গ্রামবাসী আটক হওয়া সেলিমকে সড়কে ফেলে বেধড়ক পিটুনি দিলে রাত ৩টার দিকে তিনি ঘটনাস্থলে মারা যান।
ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহম্মদ আনওয়ার ঘটনা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল হতে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ পিরোজপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে।