1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
জলঢাকায় ৪৭ তম বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাধারণ মানুষের ঢল - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ০৩:১৫ অপরাহ্ন

জলঢাকায় ৪৭ তম বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাধারণ মানুষের ঢল

  • প্রকাশিত :প্রকাশিত : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৮ 0 বার সংবাদি দেখেছে

নীলফামারী প্রতিনিধি // ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র (৪৭তম) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় জলঢাকা উপজেলা বিএনপির সাধারণ ময়নুল ইসলামের নেতৃত্বে জলঢাকা তেল পাম্প থেকে একটি র্যালি বাইর হয়ে ডালিয়া রোড দিয়ে, বাসস্ট্যান্ড হয়ে, ডিমলা রোড দিয়ে, জলঢাকা সরকারি ডিগ্রী কলেজ মাঠে একত্রিত হোন সবাই সেখানে বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জনাব সাইফুল্লাহ (রুবেল) এবং আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি রশিদুল ইসলাম (বাঙালি) আলহাজ্ব সৈয়দ আলী জেলা বিএনপির সদস্য, এছাড়াও উপস্থিত ছিলেন জলঢাকা উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ফাহমিদ ফয়সাল কমেট চৌধুরী, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক গোলাম সারওয়ার (ভুট্টু) উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহজাহান কবির লেলিন,ও উপজেলা যুবদলের সভাপতি হারুনুর রশিদ জোয়ার্দার, সদস্য সচিব শাহিনুল হক বাবু, ও পৌর যুবদলে সাবেক সভাপতি শফিকুল ইসলাম,সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদকরা এতে উপস্থিত ছিলেন। বক্তারা বলেন জলঢাকা উপজেলা বিএনপি কে ঐক্য গরে তুলতে হবে, কোন ভেদাভেদ চলবেনা সবাইকে এক হয়ে কাজ করতে হবে এটা আমাদের দলের চেয়ারম্যান দেশ নায়ক জনাব তারেক রহমানের নির্দেশ। আজকে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির গণজোয়ার উঠেছে জলঢাকা উপজেলায় তা থামানো যাবে না। এভাবেই যেন ঐক্য হয়ে সামনের দিকে কাজ করতে পারে সবাই সবার প্রতি এই আহ্বান জেলা বিএনপির। সবাই মিলে মিশে এক হয়ে কাজ করবেন,বললেন সাইফুল্লা রুবেল সদস্য সচিব জেলা বিএনপি। পরে বক্তব্য শেষে আবারো সরকারি কলেজ মাঠ থেকে একত্রিত র্যালীটি জলঢাকার প্রধান প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ করে ডিমলা রোড এসে শেষ করে দেন বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানটি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ