1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
জামায়াত আমিরের কার্যালয় থেকে সরানো হলো ‘নতুন লোগো’ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ০৬:৩০ পূর্বাহ্ন

জামায়াত আমিরের কার্যালয় থেকে সরানো হলো ‘নতুন লোগো’

  • প্রকাশিত :প্রকাশিত : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩২ 0 বার সংবাদি দেখেছে
অনলাইন ডেস্ক // বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমিরের কার্যালয়ে বসানো লোগোটি সরিয়ে ফেলা হয়েছে। গতকাল রবিবার নতুন ওই লোগোটি নিয়ে আলোচনা হয়। আজ সোমবার সেখানে আর লোগোটি দেখা যায়নি।

জানা যায়, জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে তার কার্যালয়ে ঢাকায় নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূতের সঙ্গে গতকাল বৈঠকের সময় নতুন লোগোটি সামনে আসে। আজ একই কার্যালয়ে জামায়াত আমিরের সঙ্গে ভুটানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাতের সময় সেই লোগোটি আর দেখা যায়নি।

গতকাল জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম সংবাদমাধ্যমকে বলেন, বেশ কয়েকটি লোগোর নকশা প্রাথমিকভাবে করা হয়েছে। কোন লোগোটি ব্যবহার করা হবে, তা চূড়ান্ত হয়নি। নির্বাহী পরিষদের আলোচনা হয়েছে। চূড়ান্ত হলে বিষয়টি সবাইকে জানানো হবে।

জানা গেছে, নতুন লোগোতে জামায়াতের প্রতীক দাঁড়িপাল্লা ঠিক রেখে কিছুটা জাতীয় পতাকার আদলে তৈরি করা হচ্ছে। সেখানে সবুজ পতাকার মাঝে কিতাবের ওপর উদীয়মান সূর্য রয়েছে। তার ওপর রয়েছে কলম। কলমটি ব্যবহৃত হয়েছে দলীয় প্রতীক দাঁড়িপাল্লার দণ্ড হিসেবে। কিতাবের দুই প্রান্ত থেকে একটি অর্ধ পরাবৃত্ত রয়েছে, যা প্রবেশ দুয়ার অর্থে ব্যবহৃত হয়েছে।

এর আগে ২০১৬ সালে দলীয় লোগো পরিবর্তন করে জামায়াত। আগের লোগোতে গম্ভুজের মধ্যে আল্লাহ শব্দের মাঝে দলীয় প্রতীক দাঁড়িপাল্লা এবং নিচে লেখা ছিল আকিমুদ দ্বীন (দ্বীন কায়েম কর)। এরপর থেকে ধূসরের মধ্যে সবুজ রঙের বৃত্ত রেখায় কালো রঙে বাংলাদেশ জামায়াতে ইসলাম লোগো ব্যবহার করা হচ্ছে। জামায়াতের ভেরিফায়েড ফেসুবকে এখনও সেই লোগোটিই রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ