1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
জামিনে মুক্তি পেলেন বাস্তুহারা দল নেতা মনির - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ২২ জুন ২০২৫, ০২:৩৯ পূর্বাহ্ন

জামিনে মুক্তি পেলেন বাস্তুহারা দল নেতা মনির

  • প্রকাশিত :প্রকাশিত : সোমবার, ৫ মে, ২০২৫
  • ৬০ 0 বার সংবাদি দেখেছে

স্টাফ রিপোর্টার // বাংলাদেশ জাতীয়তাবাদী বাস্তুহারা দল বরিশাল সদর উপজেলার যুগ্ম আহবায়ক সাখাওয়াত হোসেন মনির জামিনে মুক্তি পেয়েছেন। আদালত জামিন আবেদন মঞ্জুর করলে রোববার (৪ মে) বিকেলে বরিশাল কেন্দ্রিয় কারাগার থেকে মুক্তি লাভ করেন তিনি। কারাগারের গেটে বাস্তুহারা দল জেলা শাখার পক্ষ থেকে মনিরকে ফুলেল শুভেচ্ছা ও মালা দিয়ে বরণ করে নেওয়া হয়। সদর উপজেলা বাস্তুহারা দলের আহবায়ক মো. শাহ আলম বলেন, সাখাওয়াত হোসেন মনির বাস্তুহারা দলের পদধারী নেতা। কিন্তু তাকে একটি কুচক্রী মহল আওয়ামী লীগের কর্মী বলে প্রচার করে পুলিশ দিয়ে ষড়যন্ত্রমূলকভাবে গ্রেফতার করিয়েছে। আমরা শুরু থেকেই ঘটনাটি জানিয়ে আসছিলাম। আদালত তার জামিন মঞ্জুর করায় আজ তিনি কারাগার থেকে বেড় হন। তাকে আমরা সকলে বরণ করে নিয়েছি। মনিরকে বলেছি, জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী সকল নেতাকর্মী তোমার পাশে আছে। কোন চক্রান্তে জনাব তারেক রহমানের কর্মীদের দমিয়ে রাখা যাবে না। বাস্তুহারা দল বরিশাল জেলা কমিটির আহবায়ক মিলন মুন্সী বলেন, আমরা অত্যান্ত আনন্দিত সাখাওয়াত হোসেন মনির জামিনে মুক্তি পেয়েছেন। আমাদের দলীয় নেতাকে হয়রানিকারীদের বিচার দাবী করছি। মূলত তিনি একটি বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় তার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে গ্রেফতার করানো হয়েছিল। উল্লেখ্য, ১৬ এপ্রিল নগরীর নতুন বাজার এলাকা থেকে মিথ্যা অভিযোগে সাখাওয়াত হোসেন মনিরকে গ্রেফতার করে পুলিশ। পরবর্তীতে তাকে বিএনপি নেতার দায়ের করা মামলায় কারাগারে পাঠায়। ১৯ দিনের কারাভোগের পর ৪ মে জামিন লাভ করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ