জ্বালানি তেল ও সারের মূল্যবৃদ্ধির গণবিরোধী সিদ্ধান্ত বাতিল দ্রব্যমূল্যের উর্ধ্বগতিরোধ, দুর্নীতি-লুটপাট বন্ধ এবং জনজীবনের দুর্ভোগ নিরসনের দাবিতে বাম গণতান্ত্রিক জোটের ডাকা অর্ধদিবস হরতাল আজ বৃহস্পতিবার (২৫ আগস্ট) জয়পুরহাটে সর্বাত্মকভাবে পালিত হয়েছে।
বাম গণতান্ত্রিক জোট জয়পুরহাট শাখার নেতাকর্মীরা সকাল থেকেই মিছিলে মিছিলে সরগরম করে রাখে জেলা শহরের প্রাণকেন্দ্র পাচুঁর মোড়। ফলে দূর পাল্লার পরিবহন বিশেষ করে বাস ট্রাক চলতে দেখা যায়নি। সীমিত আকারে রিকশা ভ্যান চলাচল করলেও অধিকাংশ দোকানপাট বন্ধ ছিলো। যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এরাতে শহরে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।
বাম জোটের নেতাকর্মীরা জ্বালানি তেল ও সারের মূল্যবৃদ্ধির গণবিরোধী সিদ্ধান্ত বাতিল দ্রব্যমূল্যের উর্ধ্বগতিরোধ, দুর্নীতি-লুটপাট বন্ধ এবং জনজীবনের দুর্ভোগ নিরসনের দাবি জানিয়ে বক্তব্য রাখেন সিপিবি সভাপতি দেওয়ান বদিউজ্জামান, সাধারণ সম্পাদক রমজানুজ্জামান, রবি কুমার দাস, আমনুল ইসলাম, বাসদ সমন্বয়ক ওয়াজেদ পারভেজ, ওয়াকার্স পার্টির নেতা মাহমুদুল করিম প্রমূখ।
Leave a Reply