নিজস্ব প্রতিবেদক // নিষেধাজ্ঞা অমান্য করে ঝালকাঠিতে মা ইলিশ শিকারের দায়ে দুই জেলেকে আটক করে এক বছরের কারাদণ্ড এবং ১ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
গতকাল শুক্রবার রাতে সুগন্ধা ও বিষখালি নদীতে অভিযোন চালিয়ে তাদের আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ রায় দেওয়া হয়। আর্থিক জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।
ওই দুজনকে আটকের সময় ২৫ হাজার মিটার জাল, ১৫ কেজি মাছ ও একটি নৌকা জব্দ করা হয়। মাছগুলো বিভিন্ন এতিম খানায় বিতরণ করা হয়।
আটক জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয় ও নৌকা ভেঙে ধ্বংস করা হয়। জানা গেছে, শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীতে অভিযান চালানো হয়।
জেলা মৎস কর্মকর্তা মো. রবিউল ইসলাম জানান, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ইলিশ সম্পদ সংরক্ষণে সুগন্ধা ও বিষখালী নদীতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
এ সময় দুই জেলেকে আটক করে কারাদণ্ড প্রদান করা হয়েছে। ইলিশ সম্পদ রক্ষায় জেলা প্রশাসন ও মৎস বিভাগের এ অভিযান ৩ নভেম্বর পর্যন্ত অব্যাহত থাকবে।