স্টাফ রিপোর্টার // ঝালকাঠি জেলার সদর থানাধীন সত্তরকান্দা গ্রামে জমি জমা বিরোধের জের ধরে বাপ ও ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর রক্তাক্ত যখম করেছে প্রতিপক্ষরা। শুক্রবার (৪ এপ্রিল) সকাল আনুমানিক ১০ টায় নিজ বসত বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। আহত মোঃ সরওয়ার হোসেন (৪৫) হলেন ওই গ্রামের বাসিন্দা মোঃ আফসার উদ্দিন হাওলাদার এর ছেলে। আহত সরওয়ার বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহত সরওয়ার জানান তার পৈতিক সম্পত্তিতে ঘরবাড়ি সহ বাউন্ডারি ওয়াল টানা রয়েছে।ঘটনার দিন সকালে সরওয়ার ঈদের ছুটি শেষে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলে পথিমধ্যে রফিক মল্লিক গংরা তার বাউন্ডারি ওয়াল ভেঙ্গে ফেলতেছে এতে বাধা প্রদান করিলে ক্ষিপ্ত হয়ে রফিক মল্লিক, রুম্মান মল্লিক, মজিদ মল্লিক, সোবাহান মল্লিক, রাকিব মল্লিক, মজিবর মল্লিক, হানিফ মল্লিক সহ ২/৩ জন মিলে হত্যার উদ্দেশ্য চাইনিজ কুড়াল, দা, রড, হাতুড়ি ও লাঠি সোটা দিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর রক্তাক্ত যখম করে। তার ডাক চিৎকার শুনে ছেলে মোস্তাফিজুর রহমান এগিয়ে আসলে তাকেও পিটিয়ে গুরুতর জখম করে এ সময় তার পকেটে থাকা নগদ ৩০ হাজার টাকা ও একটি উন্নত মানের স্মার্টফোন সিনিয়র নিয়ে যায় বলে অভিযোগ পাওয়া গেছে। তাদের ডাক চিৎকার শুনে স্থানীয়রা গুরুতর অবস্থায় উদ্ধার করে ঝালকাঠি স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করে। তার অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। আরো জানা যায় এতেও খেনত না হয়ে এ বিষয়ে আইনি প্রক্রিয়ায় গেলে তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে আসছে বলেও অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে আহত সূত্রে জানাজায়।