1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ঝালকাঠিতে দ্রুতগতির বাস উল্টে খাদে, আহত ৫ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
মঙ্গলবার, ২৪ জুন ২০২৫, ১২:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরনাম :

ঝালকাঠিতে দ্রুতগতির বাস উল্টে খাদে, আহত ৫

  • প্রকাশিত :প্রকাশিত : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ২৭ 0 বার সংবাদি দেখেছে

ঝালকাঠিতে দ্রুতগতির সাকুরা পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে নারী ও শিশুসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন।

মঙ্গলবার (১৫ এপ্রিল) ভোর সাড়ে ৫টার দিকে খুলনা-ঝালকাঠি মহাসড়কের ইসানিল এলাকার গাপখান সেতুর টোল প্লাজার কাছে এ দুর্ঘটনা ঘটে।

 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকার গাজীপুর থেকে ছেড়ে আসা বামনাগামী সাকুরা পরিবহনের বাসটি অত্যন্ত দ্রুতগতিতে চালানো হচ্ছিল। ইসানিল এলাকায় রাস্তার বাঁক ঘুরতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারান। ফলে বাসটি পাশের একটি খাদের জলাশয়ে উল্টে গিয়ে অর্ধেক অংশ ডুবে যায়।
 
 
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে যাত্রীদের উদ্ধার করেন। এরপর ফায়ার সার্ভিস, পুলিশ ও সেনা সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালান। আহতদের ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে সবাই শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।
 
ঘটনাস্থলে দায়িত্ব পালনকারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. ফারুক জানান, দ্রুত উদ্ধার কার্যক্রম চালিয়ে যাত্রীদের নিরাপদে হাসপাতালে পাঠানো হয়েছে। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ