
আজ ০৭ অক্টোবর, মঙ্গলবার মহামান্য আদালতের নির্দেশে ঝালকাঠি সদর থানা কর্তৃপক্ষ মামলাটি গ্রহন করেছেন। শিশু রাইসার পক্ষে তার খালা বাদী হয়ে এই মামলাটি রুজু করেন। মামলাটি পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছেন, ঝালকাঠি জেলা জজ কোর্টের সহ: পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ফয়সাল খান।
উল্লেখ্য, ঝালকাঠি শহরের মধ্য চাঁদকাঠি এলাকায় রাইসা নামের চার বছর বয়সি এক শিশুকে অমানুষিকভাবে মারধরের অভিযোগ উঠেছে তার বাবা ও সৎ মা এর বিরুদ্ধে।
গত বুধবার (১ অক্টোবর) বাবা রাকিব হোসেনের বাসায় এ ঘটনা ঘটে।
ঝালকাঠি সদর হাসপাতালের মেডিকেল প্রতিবেদনে শারীরিক নির্যাতনের কথা বলা হয়েছে। রাইসার মাথার ডানপাশে আঘাত ও হাড় ভেঙে গেছে বলে মেডিকেল পরীক্ষায় বলা হয়।