1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. ukbanglatv21@gmail.com : Kawsar Ahmed : Kawsar Ahmed
ডিজিএফআই পরিচয়ে ডাকাতি করতে গিয়ে আটক ১১ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:১৮ অপরাহ্ন
সংবাদ শিরনাম :
ভোলায় ভূয়া ম্যাজিস্ট্রেট সেযে মোবাইল কোর্ট পরিচালনা অবস্থায় তিনজন কে আটক  বৌভাতে মাংস কম দেওয়ায় দু’পক্ষের সংঘর্ষে আহত ৬ ইজতেমা ময়দানে দেশের সর্ববৃহৎ জুমার নামাজ আজ শেখ হাসিনার বিচার করতে না পারলে মানুষ আমাদের ক্ষমা করবে না: ইউনূস ভোলায় র‍্যাবের অভিযানে ২৭ মামলার পলাত আসামি গ্রেফতার গৌরনদীতে বিপুল পরিমান জাটকা জব্দ গৌরনদীতে সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে, হত্যার হুমকিও মোটরসাইকেল ভাংচুর ১৭ বছর পরে দ্বি-বার্ষিক কাউন্সিল মোরেলগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির সভাপতি রহিম, সম্পাদক মামুন মামলার তদন্তে ঘুষ দাবি, নলছিটি থানার সেই এসআইকে বদলি বেপরোয়া ট্রাকের ধাক্কায় প্রাণ গেল স্কুল শিক্ষিকার

ডিজিএফআই পরিচয়ে ডাকাতি করতে গিয়ে আটক ১১

  • প্রকাশিত :প্রকাশিত : শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫
  • ২৩ 0 বার সংবাদি দেখেছে

চট্টগ্রাম মহানগরীর খুলশী থানা এলাকায় একটি ফ্লাটে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) পরিচয় দিয়ে ডাকাতির চেষ্টাকালে ১১ জনকে আটক করেছে পুলিশ।

গতকাল শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় তাদের আটক করা হয়। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন সিএমপি খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান।

আটকরা হলেন মো. ওয়াজেদ (৩৬), মো. হোসাইন (৪২), রুবেল হোসেন (২৫), মহি উদ্দিন (৪৫), আবদুস সবুর (৩৭), মো. ইয়াকুব (৩৫), মোজাহের আলম (৫৫), মো. রোমেল (৪১), ওসমান (২৪), আবদুল মান্নান (৩৫) ও শওকত আকবর (২৮)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রাত ১২টার দিকে ১৩ জনের একটি দল একটি মাইক্রোবাসে করে খুলশীর ৩ নম্বর রোডের একটি বহুতল ভবনে আসে। ভবনের নিরাপত্তাকর্মীদের কাছে নিজেদের গোয়েন্দা সংস্থার সদস্য বলে পরিচয় দেয়। এরপর ভবনের নিরাপত্তাকর্মীদের হাত-পা ও চোখ বেঁধে আটকে রেখে তারা ভবনের অষ্টম তলায় যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক গিয়াস উদ্দিন আনসারীর ফ্ল্যাটে ঢুকে পড়ে। ওই সময় গিয়াস উদ্দিন বাসায় না থাকায় দলটি দরজা ভেঙে ফ্ল্যাটে প্রবেশ করে এবং জিনিসপত্র তছনছ করে। ভবনের অন্য বাসিন্দারা বিষয়টি টের পেয়ে পুলিশকে খবর দেন।

খুলশী থানার পুলিশ ঘটনাস্থলে এসে ১১ জনকে আটক করে। অভিযানের সময় আরও দুজন পালিয়ে যায়। আটক ব্যক্তিদের কাছ থেকে একটি চাইনিজ কুড়াল, খেলনা পিস্তল এবং ভুয়া পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে।

গিয়াস উদ্দিনের ভাই জালাল উদ্দিন আনসারী জানান, ঘটনার সময় তার ভাইয়ের পরিবারের কেউ বাসায় ছিলেন না। তারা বাইরে বেড়াতে গিয়েছিলেন। এ সুযোগে দলটি দরজা ভেঙে বাসায় প্রবেশ করে এবং সবকিছু তছনছ করে।

সিএমপির উপকমিশনার (উত্তর) ফয়সাল আহমেদ বলেন, ‘১১ জনকে আটক করা হয়েছে। ঘটনাটির তদন্ত চলছে। বিস্তারিত পরবর্তীতে জানানো হবে। পুলিশ এ ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে এবং পলাতক ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ