গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (৭ অক্টোবর) রাত ৯টার দিকে গণভবনে পৌঁছান তিনি। প্রধানমন্ত্রীর প্রেস উইং জানান, প্রধানমন্ত্রীর গাড়িবহর সন্ধ্যা ৭টার দিকে টুঙ্গিপাড়া থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। দুই ঘণ্টায় ঢাকায় পৌঁছায় প্রধানমন্ত্রীর গাড়িবহর।
এর আগে, সকালে সড়কপথে পদ্মা সেতু হয়ে টুঙ্গিপাড়া যান প্রধানমন্ত্রী ও তার বোন শেখ রেহানা। পরে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন তারা। একইদিন বিকেলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদও টুঙ্গিপাড়ায় গিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় প্রধানমন্ত্রী তাকে স্বাগত জানান।
Leave a Reply