
নিজস্ব প্রতিবেদক // মহাসড়ক অবরোধ পরিবহন শ্রমিকদের ধর্মঘটে দুই দিন বন্ধ থাকার পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাস চলাচল স্বাভাবিক হয়েছে।
সোমবার (১৩ অক্টোবর) সকাল থেকে নগরীর পাটগুদাম ও মাসকান্দা বাসটার্মিনাল থেকে ময়মনসিংহ হয়ে ঢাকার উদ্দেশ্যে ইউনাইটেড ও সৌখিন পরিবহনের বাস ছেড়ে যায়। বাস চলাচল শুরু হওয়ায় যাত্রীদের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে।
ময়মনসিংহ জেলা মোটর মালিক সমিতির সভাপতি আলমগীর মাহমুদ আলম বলেন, সকাল থেকে বিভাগীয় বাসগুলো সঠিক সময়মতো ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। অন্যান্য বাসগুলোও চলছে।
এর আগে শুক্রবার বিকেলে রায়হান নামে একজন জুলাইযোদ্ধাকে হেনস্তার ঘটনা ঘটায় শনিবার ও রোববার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাস চলাচল বন্ধ হয়ে যায়। অভিযোগ ছিল, রায়হান বাসে ওঠার সময় পরিবহন শ্রমিক অরুণ ঝন্টুর সঙ্গে ধাক্কা-মারামারি হয়।
ঘটনার জেরে শনিবার বেলা সাড়ে ১১টা থেকে পরিবহন শ্রমিকরা শহরের বাইপাসে সড়ক অবরোধ শুরু করেন। এতে ময়মনসিংহ, কিশোরগঞ্জ, নেত্রকোনা, শেরপুর ও জামালপুর থেকে ঢাকাগামী সব বাস আটকা পড়ে। ঢাকার গাড়িগুলোও বিপরীত দিক থেকে আটকে যায়। যাত্রীরা সেখানে প্রায় ৬ ঘন্টা আটকে ভোগান্তিতে পড়েন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবি ছিল, দোষীদের বিচার এবং জুলাই অভ্যুত্থানের শহীদ সাগর হত্যা মামলার আসামি ও ইউনাইটেড সার্ভিস মালিক আমিনুল হক শামীমকে গ্রেপ্তার করা। পরিবহন শ্রমিকরা চাইছিলেন আটক শ্রমিকের মুক্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে।
রোববার রাতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সকল অংশগ্রহণকারীর সঙ্গে আলোচনার মাধ্যমে পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়। অভ্যন্তরীণ সমস্যাগুলো পরবর্তীতে আলাপ-আলোচনার মাধ্যমে সমাধান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।