1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. ukbanglatv21@gmail.com : Kawsar Ahmed : Kawsar Ahmed
তজুমদ্দিনে এক কেজি গাঁজাসহ বিক্রেতা আটক - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ২৩ মার্চ ২০২৫, ০৮:২৮ অপরাহ্ন

তজুমদ্দিনে এক কেজি গাঁজাসহ বিক্রেতা আটক

  • প্রকাশিত :প্রকাশিত : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ১৬ 0 বার সংবাদি দেখেছে

তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি // ভোলার তজুমদ্দিনে থানা পুলিশ অভিযান করে এক কেজি গাঁজাসহ এক বিক্রেতাকে আটক করেছেন। এঘটনায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রস্তুুত নিচ্ছেন।

থানা পুলিশ সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ২টায় তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্যাহ আল মামুনের নেতৃত্বে পুলিশের একটি উপজেলার চাঁচড়া ইউনিয়নের উত্তর চাঁচড়া ১নং ওয়ার্ডে গাঁজা বিক্রেতা মিলনের বসত ঘরে অভিযান করে।

এসময় ১ কেজি গাঁজাসহ বিক্রেতা মিলনকে (৪৮) আটক করেন। এ নিউজ লেখা পর্যন্ত আটক মিলনের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রনে একটি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা।

তজুমদ্দিন অফিসার ইনচার্জ আব্দুল্যাহ আল মামুন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আসামী মিলনের বসত ঘরে অভিযান চালিয়ে কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়। আটকের ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদমদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের কার্যক্রম চলমান রেখেছে।

মামলার কার্যক্রম শেষ হলে তাকে জেল হাজতে প্রেরণ করা হবে। তজুমদ্দিন থানা পুলিশ সুত্রে আরো জানা গেছে, গাঁজাসহ আটক মিলনের বিরুদ্ধে তজুমদ্দিন থানায় ২০২৪ সালের একটি মারামারির মামলায় ওয়ারেন্ট রয়েছে। এছাড়াও আটক মিলন এক সময় মেঘনার জলদস্যু মিলন বাহিনীর প্রধান হিসেবে পত্রিকার শিরোনাম হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ