1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. ukbanglatv21@gmail.com : Kawsar Ahmed : Kawsar Ahmed
তজুমদ্দিনে চাঁদাবাজিতে বাধা দেওয়ায় সাংবাদিকের উপর হামলা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:৫৮ অপরাহ্ন

তজুমদ্দিনে চাঁদাবাজিতে বাধা দেওয়ায় সাংবাদিকের উপর হামলা

  • প্রকাশিত :প্রকাশিত : রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২১ 0 বার সংবাদি দেখেছে

ভোলা প্রতিনিধি // ভোলার তজুমদ্দিনে চাঁদাবাজিতে বাধা দেওয়ায় যুবদল নেতা ও সাংবাদিকের উপর হামলা করেছে সন্ত্রাসীরা। গতকাল শনিবার রাত ৯ টায় তজুমদ্দিন বাজারে এ হামলার ঘটনা ঘটে। ঘটনার সময় অনেকের হাতেই দেশীয় ও দাঁড়াল অস্ত্র দেখা গেছে। উপজেলার গোডাউন রোডের ফকির বাড়ি টু ছোট ডাওরী বাজার পর্যন্ত ৩ কিলোমিটার এলজিইডির খাল খননের কাজে বাধা দিয়ে চাঁদা দাবি করে মেহেদী হাসান গং সন্ত্রাসী। বিভিন্ন সময় কাজ বন্ধ করে দিয়েছে এবং ঠিকাদারের উপর চড়াও হয়েছে। ঠিকাদারের একজন কর্মচারীকে মেরে চাঁদা দাবি করেন। এতে বাধা প্রদান করেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ ফরিদ উদ্দিন ফকির ও তজুমদ্দিন রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক ও চাঁদপুর ইউনিয়ন (দক্ষিণ) ছাত্রদল সহ-সভাপতি খন্দকার নিরব। পরে তারা পূর্ব পরিকল্পিত ভাবে সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র নিয়ে এলোপাথাড়ি মারধর করেন। এ ঘটনায় ২ জন গুরুতর আহত হয়েছেন। গুরুতর হয়ে হাসপাতালে ভর্তি আছেন, খন্দকার নিরব (২৪), মোঃ আরিফ (৩০)। তজুমদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্সের পঃপঃ কর্মকর্তা ডাঃ রাহাত হোসেন বলেন, দুর্বৃত্তরা সন্ত্রাসী কায়দায় হাসপাতালে বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়ে প্রবেশ করে ভীতির সঞ্চার করেছে। আমরা আহত ২ জনকে হাসপাতালে ভর্তি দিয়েছি এবং বেশ কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দিয়েছি। ভর্তিরত ২ জনের মাথায় ব্যাপক আঘাত লাগায় এখনো যুক্তিপূর্ণ রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ