তজুমদ্দিন প্রতিনিধি :
ভোলার তজুমদ্দিন উপজেলার দক্ষিণ শম্ভুপুর ইউনিয়নের খাসের হাট বাজার ব্যবসায়ী প্রদীপ বস্ত্রালয়ের মালিক প্রাণকৃষ্ণ দাস (৬৮) এর উপর গতকাল সন্ত্রাসী হামলা হয়েছে।এতে গুরুতর আহত অবস্থায় প্রাণকৃষ্ণ দাস কে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভতি করা হয়। ঘটনা সম্পর্কে প্রাণকৃষ্ণ দাস জানায়, গতকাল রাত ১১ টায় তার দোকানে দর্জি কাপড় সেলাই করতেছে সে তার সাথে কথা বলা অবস্থায় রিয়াজ নামের এক ব্যক্তি কোন রকম কারন ছাড়াই রড দিয়ে এলো পাতাড়ি মারতে থাকে এক পর্যায়ে সে অচেতন হয়ে পরলে আসপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।স্থানীয় সুত্রে জানা যায় রিয়াজ দীর্ঘদিন ঢাকায় ট্রাকের ড্রাইভারী করতেন। গত ৫ আগষ্টের পরে খাসেরহাটে এসে একের পর সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন।
এ বিষয়ে থানায় একটি মামলা করার প্রস্তুতি চলছে বলে নিশ্চিত করেন তার ছোট ভাই তরুন চন্দ্র দাস।
এ বিষয় রিয়াজের সাথে কথা বলার জন্য একাধিকবার তার মুঠো ফোনে যোগাযোগ করার চেষ্ঠা করা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়।