জুবায়ের ইসলাম চৌধুরী // বর্তমান সময়ের তরুণ প্রজন্মের আইকন বস্তুনিষ্ঠ লেখক মো: মনির সৈকত ১৯৮৮ সালে পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার মাধবখালী ইউনিয়নের রামপুর গ্রামে এক মুসলিম সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন।
মৃত মো: আদম আলী হাওলাদার ও মৃত মোসা: সালেহা দম্পতির ৫ ছেলে ও ৫ মেয়ের মধ্যে কবি মো: মনির সৈকত সবার ছোট।
মনির সৈকত মধ্য রামপুর পোনসাইত বাড়ি রেজিঃ প্রাথমিক বিদ্যালয়ে (বর্তমানে সরকারি) শিক্ষা জীবন শুরু করেন। পরবর্তীতে তিনি ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অফ বাংলাদেশ, ঢাকা (প্রাইভেট) থেকে মার্কেটিং এ ব্যাচেলর অফ বিসনেস এডমিনিস্ট্রেশন (বিবিএ) এবং একাউন্টিং এ মাস্টার্স অফ বিসনেস এডমিনিস্ট্রেশন (এম বি এ) ডিগ্রী লাভ করেন।
গল্প,গান, কবিতা লেখার পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জরিত রয়েছেন। কর্মজীবনে তিনি মোবাইল ও বোটিকস এর ব্যবসার সাথে জরিত আছেন বলে জানিয়েছেন তার ভাগিনা মো: নাঈম হাওলাদার।
ব্যক্তিগত জীবনে কবি মনির সৈকত বিবাহিত। স্ত্রী ও দু’টি কন্যা সন্তান নিয়ে উদীয়মান ও তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয়তা অর্জন করা কবি মনির সৈকত পুরান ঢাকায় বসবাস করছেন।
ভবিষ্যৎ নিয়ে জানতে চাইলে কবি মনির সৈকত বলেন, আমার নিজের ভালো লাগা থেকে টুকটাক লেখালেখি শুরু করি। পরবর্তীতে আমার লেখা পছন্দ করে মানুষ আরও লেখার জন্য অনুরোধ করেন। এরপর থেকেই নিয়মিত লেখার সাথে নিজেকে যুক্ত করেছি। আগামী বছর বই মেলায় আমার লেখা বই যেন পাঠকরা পায় সেই লক্ষ কাজ করছি।
তিনি আরও বলেন, দেশ ও দেশের মানুষ জন্য কিছু করার ইচ্ছে থেকেই ক্ষুদ্র প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। মানুষের দোয়া আর ভালোবাসায় আজ সুনাম অর্জন করেছি। আমি যতদিন বেঁচে থাকবো শ্রোতাদের হৃদয়ে ভালোবাসা নিয়েই বেচে থাকতে চাই।