
নিজস্ব প্রতিবেদক
বরিশাল সদর উপজেলা কৃষকদলের সঙ্গে মতবিনিময় সভা করেছে সদর উপজেলা বিএনপি। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সন্ধায় সদর রোডস্থ দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব নুরুল আমিন।
সভায় তিনি বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দলকে শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের ভূমিকা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। কৃষকদল বিএনপির অন্যতম ভিত্তি সংগঠন। কৃষক সমাজকে সংগঠিত করে গণমানুষের অধিকার প্রতিষ্ঠা এবং তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
বরিশাল সদর উপজেলা কৃষকদলের সভাপতি মারুফ আহমেদ নান্নার সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম রাড়ি , সদস্য সচিব সাইফুল ইসলাম আব্বাস, জেলা কৃষকদলের আহবায়ক এইচ এম মহসিন আলম ও সদস্য সচিব শফিউল আলম শফি। এছাড়া সদর উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন কৃষকদলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার অঙ্গীকার ব্যক্ত করেন।
সভা সঞ্চালনা করেন সদর উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক রুবেল হাওলাদার।