
স্টাফ রিপোর্টার // বরগুনা জেলার তালতলী থানাধীন ৮ নং বরামখোলা গ্রামে যৌতুক না দেয়ায় সমন্ধিকে পিটিয়ে যখম করেছে বোন জামাই। বুধবার (৩০ জুলাই) বেলা আনুমানিক সাড়ে ৩ টায় জাকির মুন্সি বাড়ি নিজ ঘরের ভিতরে এ হামলার ঘটনা ঘটে। আহত মোঃ আবু মুসা (২৩) তিনি হলেন ওই গ্রামের বাসিন্দা মোঃ জাকির মুন্সির ছেলে। আহত মোঃ আবু মুসা বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহত মোঃ আবু মুসা জানান ২ বছর আগে তার ছোট বোন আসমার সাথে রুবেল শরিফের পারিবারিকভাবে বিয়ে হয়, বিয়ের পর থেকেই রুবেল আসমাকে তার বাবার বাড়ি থেকে ৩ লক্ষ টাকা যৌতুক আনার জন্য চাপ দেন। এতে আসমা অপরাগতা স্বীকার করলে রুবেল আসমাকে মারধর করতেন জানা যায় আসমার ৯ মাসের একটি ছেলে সন্তান রয়েছেন। এ বিষয়ে আসমা তার বাবা মাকে জানালে তারা আসমাকে তাদের বাড়িতে নিয়ে আসেন। এরপর থেকে রুবেল তাদের সাথে কোন প্রকার যোগাযোগ না করে কয়েক দিন আগে ইদ্রিস মেম্বারের সহায়তায় আসমাদের বাড়িতে আসেন। ঘটনার দিন আসমার ৯ মাসের সন্তানকে জোরপূর্বক নিয়ে যেতে চাইলে এতে আবু মুসা বাধা প্রদান করিলে রুবেল শরীফ হত্যার উদ্দেশ্যে মাডাম দিয়ে পিটিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে। তার ডাক চিৎকার শুনে মুসার মা এগিয়ে আসলে তাকেও পিটিয়ে যখম করে। তাদের ডাক চিৎকার শুনে স্থানীয়রা গুরুতর অবস্থায় উদ্ধার করে তালতলী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আবু মুসার অবস্থার অবনতি হলে ওই ওয়ার্ডের কর্ম রত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশাল সের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে আহত সূত্রে জানা যায়।